close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Teachers and parents in Nilphamari protested against the exclusion of kindergarten and private school students from the 2025 Primary Scholarship Exam.

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে শিক্ষক-অভিভাবকরা।

নীলফামারীতে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সংগঠনের জেলা সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা সভাপতি চঞ্চল চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এবং সর্বশেষ ২০২২ সালেও কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিতভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এসব পরীক্ষায় তারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এবং সরকারি ও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছে।

তারা বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুমতি দিয়ে একটি অবহিতকরণ পত্র জারি করেছে। এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে লাখো বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থী বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটি যে শুধু শিক্ষার্থীদের স্বপ্ন ধ্বংস করছে তা নয়, বরং তা শিক্ষা ব্যবস্থায় একটি মারাত্মক বৈষম্যের নজির স্থাপন করছে।

মানববন্ধনে বক্তারা ১৭ জুলাই জারিকৃত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার প্রতিবাদ জানিয়ে বলেন, একটি সমতাভিত্তিক ও অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন। শিক্ষার ন্যায্যতার প্রশ্নে কোনো ধরনের বিভাজন কাম্য নয়।

এসময় বক্তারা অবিলম্বে উক্ত অবহিতকরণ পত্র বাতিলের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেন।

মানববন্ধন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারা বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

এই আন্দোলন শুধুমাত্র নীলফামারীতেই সীমাবদ্ধ নয়, সারাদেশেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। অনেকেই মনে করছেন, সরকারের এ ধরনের সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়াবে।

Nema komentara