প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ড: আদালতে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
ঢাকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ঘটনার বিস্তারিত ও অন্যান্য জড়িতদের সম্প..

 রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. মাহাথির হাসান (২০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি ১৬৪ ধারায় এই জবানবন্দি প্রদান করেন। আদালত তা গ্রহণ করে মাহাথিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 ঘটনা 
গত সপ্তাহে বনানী এলাকায় একদল যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জবানবন্দিতে মাহাথির যা বলেছেন

আদালত ও তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জবানবন্দিতে মাহাথির জানান, ঘটনার দিন তাঁর পূর্বপরিচিত দুই নারী শিক্ষার্থী ফোনে অভিযোগ করেন যে, জাহিদুল তাঁদের উদ্দেশে অশোভন আচরণ করেছেন। বিষয়টি জানার পর মাহাথির, মেহেরাজ ইসলামসহ আরও একজন ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত হয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে জাহিদুলকে ছুরিকাঘাত করা হয় এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তদন্তে অগ্রগতি
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পুলিশ বলছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

পুলিশের বক্তব্য
তদন্তকারী সংস্থার একজন কর্মকর্তা বলেন, "এটি পরিকল্পিত একটি ঘটনা ছিল কি না, তা আমরা যাচাই করছি। সাক্ষ্য ও জবানবন্দির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Tidak ada komentar yang ditemukan