পৌরসভার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

Md. Rayhana Mahamud avatar   
Md. Rayhana Mahamud
****

মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ

 

বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।রোববার (৪মে)  কালীগঞ্জ পৌর হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। 

জানা গেছে, সেলাই, বিউটিফিকেশন ও হস্তশিল্পসহ মোট ৩ টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিচ্ছেন ৭০ জন প্রশিক্ষণার্থী। সেলাই ও বিউটিফিকেশন ক্যাটাগরিতে ২০ জন করে মোট ৪০ জন এবং হস্তশিল্পের প্রশিক্ষণ নিচ্ছেন ৩০ জন। প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতার পাশাপাশি প্রশিক্ষণ শেষে থাকছে বিশেষ প্রণোদনা।


আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন, পৌর প্রকৌশলী মন্নুর আহমেদ প্রমুখ।


প্রধান অতিথি তনিমা আফ্রাদ বলেন, নারীদের
আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৌরসভা তিনটি ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নারীরা যাতে ঘরে বসে অলস সময় না কাটায় তাই তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে তারা নিজেরাও লাভবান হবে এবং পরিবারের অভাব লাঘব করতে পারবেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator