close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বাংলাদেশের প্রতিনিধি দলে উষ্ণ অভ্যর্থনা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমের ..

বাংলাদেশ থেকে আসা এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিকে অভ্যর্থনা জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতগণ। এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে কাতার ছাড়েন ড. ইউনূস। তাকে বিদায় জানান কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু।

রোমে পৌঁছানোর মাত্র এক ঘণ্টা পর বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক ইউনূস। এ সময় তাকে ও বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল কার্ডিনাল মাউরো গাম্বেত্তি।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্বনেতাদের পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন ড. ইউনূস।

জানা গেছে, রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন অধ্যাপক ইউনূস। তিনি সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।


প্রস্তাবিত শিরোনাম:
🔹 বিশ্বনেতাদের সঙ্গে পোপের অন্ত্যেষ্টিতে যোগ দিচ্ছেন ড. ইউনূস
🔹 রোমে বাংলাদেশ প্রতিনিধিদল, ভ্যাটিকানের আনুষ্ঠানিক অভ্যর্থনা
🔹 পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে রোমে প্রধান উপদেষ্টা

Nenhum comentário encontrado


News Card Generator