পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, সীমান্তে উত্তেজনা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হলেন ৩৬ বছর বয়সী বাংলাদেশি যুবক আল আমিন। চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

..

পঞ্চগড় জেলার সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় বিএসএফের গুলিতে ৩৬ বছর বয়সী আল আমিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বিজিবি জানিয়েছে, নিহত আল আমিন চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল।

শনিবার (৮ মার্চ) ভোর রাতে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল সীমান্তে উপস্থিত একটি দলকে দেখে ফেলে। এ সময় বিএসএফ তাদের ওপর গুলি চালালে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আল-আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরবর্তীতে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আল আমিন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।

ঘটনার পর, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ককে সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত পাঠানোর আহ্বান জানান।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, "বিএসএফের গুলিতে নিহত ব্যক্তি একজন চোরাকারবারি। ভারত ও বাংলাদেশের ১০-১৫ জন চোরাকারবারি বিএসএফকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।"

এদিকে, বিএসএফের গুলিতে আল আমিন নিহত হওয়ার খবর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator