close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘প্লাস্টিক ও পলিথিনমুক্ত সমাজ গড়ি, সবুজ বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে গণসচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এ কার্যক্রমের অংশ হিসেবে পলিথিনের ব্যবহার রোধে একটি আলোচনা সভা ও গণসচেতনামূলক দেয়াল পোস্টারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। টিএসসিসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান এবং আবাসিক হলের দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয়।
আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সহসভাপতি ও ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আশুরা আজাদ বলেন, "প্লাস্টিক ও পলিথিনের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতিকর। মাটিতে এটি পাঁচশত থেকে হাজার বছর পর্যন্ত অক্ষত থাকে, যা মাটির উর্বরতা নষ্ট করে। পাশাপাশি প্লাস্টিক পোড়ালে যে বিপজ্জনক গ্যাস নিঃসরণ হয়, তা বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে।"
তিনি আরও বলেন, শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টির জন্য পলিথিন অন্যতম দায়ী। পলিথিনের বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ, কাঁচের জার ও ধাতব বোতলের মতো পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।
সভায় আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী এবং শুভসংঘ জাবি শাখার সহ সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, "পলিথিনের বদলে পাটজাত পণ্যসহ পুনর্ব্যবহারযোগ্য দ্রব্য ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার পাশাপাশি সচেতন সমাজ গড়তে পারব।"
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের জাবি শাখার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহদী ইসলাম। কর্মসূচি সফল করতে ছাত্র-শিক্ষকরা একযোগে কাজ করার আহ্বান জানান।
সবাই মিলে উদ্যোগী হলে পলিথিনমুক্ত সবুজ বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়তে এটি আমাদের সময়ের দাবি।
No comments found