close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

Ranajit Barman avatar   
Ranajit Barman
মঙ্গলবার(২৯ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালার আয়োজন করা হয়।..

শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(২৯ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালার আয়োজন করা হয়।

রুপান্তরের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক গুলি তুলে ধরেন। তিনি সকলকে পলিথিন বর্জনের আহব্বান জানান।

রুপান্তর শ্যামনগরের কর্মকর্তা তসলিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির। বক্তব্য রাখেন রুপান্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে রুপান্তরের পক্ষ থেকে ৩৫ জন ব্যবসায়ীকে ১ শত পিচ করে মোট ৩ হাজার ৫০০ পিচ চটের ব্যাগ বিতরণ করা হয়। ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

ছবি- শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা পরবর্তী ব্যাবসায়ীদের মাঝে চটের ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন ইউএনও রণী খাতুন।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator