close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পলাশে জামায়াতের নির্বাচনী সভায় সশস্ত্র হামলা— প্রার্থীসহ আহত অন্তত ৩০, তিনজন নিখোঁজ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
পলাশে জামায়াতের নির্বাচনী সভায় সশস্ত্র হামলা— প্রার্থীসহ আহত অন্তত ৩০, তিনজন নিখোঁজ..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী-২ (পলাশ) আসনের শেখেরচর বাসস্ট্যান্ডে জামায়াতের নির্বাচনী সভা শেষে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে বিএনপি-নামধারী একটি গ্রুপের বিরুদ্ধে। আহত হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমজাদ হোসাইনসহ অন্তত ৩০ জন। নিখোঁজ তিন কর্মীর খোঁজে উদ্বেগ বাড়ছে এলাকায়।

নরসিংদী-২ (পলাশ) সংসদীয় আসনের মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভা শেষে সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ হামলা চালানো হয়। ঘটনায় অন্তত ৩০ জন আহত এবং জামায়াতের তিনজন কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে দলটি।

ঘটনার পর রাত সাড়ে ৮টায় নরসিংদী শহরের ব্রাহ্মন্দীর জেলা জামায়াত কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রকাশ করেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।

সংবাদ সম্মেলনে প্রার্থী আমজাদ হোসাইন দাবি করেন— “সভা শুরুর আগ থেকেই বিএনপি-নামধারী কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। বক্তৃতা চলাকালীন তারা স্টেজের পেছনে গিয়ে গালাগালও করে। স্থানীয়রা বাধা দিলে তারা সরে গেলেও সভা শেষে ফেরার পথে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

জামায়াতের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে— তাঁতীদলের সভাপতি বখতিয়ার হোসেন বখতী, যুবদলের ইফতিখার আলম, সাইফুল ইসলাম, শাহরিয়ার, সিয়াম সহ ৫০–৬০ জন অস্ত্রধারী ব্যক্তি হামলায় জড়িত।

হামলার কারণে জনসভা পণ্ড হয়ে যায় বলে দলটির নেতারা দাবি করেন।

হামলায় গুরুতর আহত প্রার্থী আমজাদ হোসাইনসহ সাতজনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জামায়াতের তিনজন কর্মী এখনও নিখোঁজ, যা পরিবার ও সংগঠনের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

জামায়াত নেতারা জানান, তাঁদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।

রাতে জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। পরে রাত ৯টার দিকে পলাশ উপজেলা জামায়াতে ইসলামী নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই নরসিংদী-২ এলাকায় বাড়ছে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের ঝুঁকি। বুধবারের হামলার ঘটনাকে ঘিরে এলাকায় উৎকণ্ঠা বাড়ছে— বিশেষ করে নিখোঁজ তিন কর্মীর কোনো সন্ধান না পাওয়ায়।

Walang nakitang komento


News Card Generator