close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

‘পিস টিভি বাংলা’ পুনরায় চালুর দাবি জানিয়ে আইনি নোটিশ

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ আবারো চালু করার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র ..

ঢাকা, ১৩ জুলাই ২০২৫:
‘পিস টিভি বাংলা’ পুনরায় চালুর দাবিতে সুপ্রিম কোর্টের এক আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান এই আইনি নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।

২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হোলি আর্টিসান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর ‘পিস টিভি’ বন্ধ করে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, হামলাকারীদের একজন আন্তর্জাতিক ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের অনুসারী ছিল এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর বাংলাদেশসহ ভারতে ‘পিস টিভি’র সম্প্রচার নিষিদ্ধ করা হয়।

তবে সম্প্রতি ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, ‘পিস টিভি বাংলা’ সহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় টিভি চ্যানেলটি এখনো স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ ও ভারতে ক্যাবল অপারেটরদের মাধ্যমে এর সম্প্রচার বন্ধ রয়েছে। কারণ, দুই দেশে টেলিভিশনের ডাউনলিংক অনুমোদন স্থগিত রয়েছে।

তিনি আরও বলেন, স্যাটেলাইট সম্প্রচারে কোনো বাধা নেই এবং বাংলাদেশে ‘পিস টিভি বাংলা’ চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদনও করা হয়েছে। অনুমতি পেলে খুব শিগগিরই—কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই—চ্যানেলটির সম্প্রচার ফের চালু করা সম্ভব হবে।

এই প্রেক্ষাপটে ‘পিস টিভি বাংলা’র সম্প্রচারের অনুমতি প্রদান এবং ফের সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আশরাফ উজ্জামান।

نظری یافت نشد