যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হাসান জুয়েলের নেতৃত্বে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার সিও অফিস চত্বর, কাঁচা বাজার, সদর হাসপাতালের সামনে, শেখ বাড়ি এবং বলাকা ক্লাব এলাকায় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হাসান জুয়েল বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ সমাজই এই পরিবর্তনের মূল শক্তি।
তিনি আরও বলেন, ছাত্রদল রাজপথে থেকে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছে। শান্তিপূর্ণভাবে প্রচারণার মাধ্যমে আমরা জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”



















