পিরোজপুর সদরে ব্যানার, ফেস্টুন, লিফলেট, পোষ্টার ইত্যাদি অপসারণ কার্যক্রম চলমান..

Md Azim Hossen avatar   
Md Azim Hossen
****

 বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা  পিরোজপুর সদরে ব্যানার, ফেস্টুন, লিফলেট, পোষ্টার ইত্যাদি অপসারণ কার্যক্রম চলমান। এ কার্যক্রম অপসারণ শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। শহরবাসী এ কর্যক্রমকে স্বাগত জানিয়েছে। একটি পরিচ্ছন্ন শহর গড়তে এ পদক্ষেপের গুরুত্ব অপরিসীম। 

لم يتم العثور على تعليقات