close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পিআর নিয়ে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে: জামায়াতের চ্যালেঞ্জ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Jamaat-e-Islami Naib-e-Amir Professor Mujibur Rahman issued an ultimatum for a referendum on the Proportional Representation (PR) system by November, challenging opponents to face the public.

নির্বাচনী পদ্ধতি সংস্কারের দাবিতে এবার গণভোটের চ্যালেঞ্জ ছুড়ে দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান স্পষ্ট জানিয়েছেন, যারা পিআর (Proportional Representation) পদ্ধতির বিরোধিতা করছেন, তাদের সাহস থাকলে নভেম্বরের মধ্যেই গণভোটের মুখোমুখি হতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই গণভোটই প্রমাণ করবে যে দেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষেই রয়েছে।

সোমবার রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর ২০২৫-এর মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ ছিল সব গণহত্যার বিচার এবং রাষ্ট্রের সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। কিন্তু সরকার তার প্রতিশ্রুতির কোনোটিই এখনো বাস্তবায়ন করতে পারেনি এবং একটি দলের প্রতি আনুগত্যশীল হয়ে কেবল নির্বাচনের কথাই বলছে।

গণভোটের সময় নিয়ে রফিকুল ইসলাম খান গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুযোগ নেই। তার মতে, নির্বাচনের দিন যদি কোনো দল সংঘর্ষে জড়ায় কিংবা ভোট কারচুপি হয়, তাহলে গণভোটও বিতর্কিত হবে। তাই বিতর্ক এড়াতে নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করে ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন করতে হবে।

একই দাবিতে একই দিনে বায়তুল মোকাররম মসজিদের পূর্ব পাশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মহাসচিব ইউনুস আহমাদ বলেন, 'পুরোনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের জনতা প্রতিহত করবে।' তিনি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করার দাবি জানান।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সমাবেশ শেষে মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে মিছিলটি মগবাজার গিয়ে শেষ হয়। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে সমাবেশ শেষে মিছিল নিয়ে পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যান।

পাঁচ দফা দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো। একই দাবিতে আগামী ২৫ অক্টোবর সব বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে তারা।

לא נמצאו הערות


News Card Generator