close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ অন্যান্য দাবীতে শ্যামনগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ অন্যান্য দাবীতে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ..

পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ অন্যান্য দাবীতে শ্যামনগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ 


বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ অন্যান্য দাবীতে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মিছিলটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে মাইক্রো স্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হন। সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা এবং সহকারী সেক্রেটারী মাস্টার রেজাউল ইসলাম, অধ্যক্ষ সাইদি হাসান বুলবুল, মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক গাজী আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

বক্তারা ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়েছে সেগুলো উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, আওয়ামী সরকার পতনের পরে দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিলো এবং সংবিধানগত শূন্যতা সৃষ্টি হয়েছিল। এ প্রেক্ষাপটে জনগণের অভিপ্রায়কে সামনে রেখে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে নানা সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিভিন্ন কমিশন গঠিত হয়েছে ।

সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবির উত্থাপন করেন।
দাবী সমূহের মধ্যে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজন  করা সহ অন্যান্য দাবী সমূহ সমাবেশে তুলে ধরেন।

 বক্তারা এ দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের পথে যাওয়ার ঘোষণা দেন।

ছবি - শ্যামনগরে জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক এম পি গাজী নজরুল ইসলাম। 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator