close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পেঁয়াজ নিয়ে ‘ভারত-নাটক’: রপ্তানি বন্ধের জেরে বস্তায় পচছে স্বপ্ন, ২ রুপিতেও নেই ক্রেতা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Export halt to Bangladesh has crashed onion prices in India's wholesale markets.

নজিরবিহীন বাজার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ভারতের পেঁয়াজ খাত। প্রধানতম গন্তব্য বাংলাদেশে রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী দিল্লির গাজিপুর পাইকারি বাজারের দৃশ্যপট এখন করুণ। বস্তা বস্তা ভালো মানের পেঁয়াজ অবিক্রীত অবস্থায় পচে যাচ্ছে, এবং কিছু ক্ষেত্রে প্রতি কেজির দাম মাত্র দুই রুপিতে নেমে এলেও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। শীত মৌসুমে পেঁয়াজের পাইকারি দামের এই রেকর্ড পতন উৎপাদনকারী কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, নাসিক, আলওয়ার, মধ্যপ্রদেশ ও বেঙ্গালুরু থেকে অতিরিক্ত সরবরাহ এবং একই সময়ে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। কৃষকদের অভিযোগ, পরিস্থিতি এতটাই খারাপ যে, তাদের এখন পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, বাজারের কমিশন চার্জ মেটানোও কঠিন হয়ে পড়েছে। একজন ব্যবসায়ী জানান, ৫০ কেজির এক বস্তা ছোট পেঁয়াজ ১০০ রুপিতে বিক্রি হলেও, অতিরিক্ত পরিবহন ও কমিশন বাবদ খরচ ১২০ রুপি লাগছে—অর্থাৎ কৃষকদের লোকসান দিয়ে পণ্য বিক্রি করতে হচ্ছে।

ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, বাজারে যখন অতিরিক্ত সরবরাহ, ঠিক তখনই সরকারি সংস্থাগুলো তাদের মজুত করা পুরোনো পেঁয়াজ বাজারে ছাড়ছে। যা এই মূল্য পতনের আগুনে ঘি ঢালছে। তারা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিনের আমদানি বন্ধ থাকার ফলেই ভারতের অভ্যন্তরে পণ্য জমে এই অচলাবস্থা তৈরি হয়েছে। কৃষকদের কাছ থেকে পণ্য কেনা হলেও, দ্রুত সরবরাহের ব্যবস্থা না থাকায় এই ক্ষতি হচ্ছে।

এদিকে, পণ্য রপ্তানি বিশেষজ্ঞরা সরকারের নীতির দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, মজুতদারি নিয়ন্ত্রণে বেসরকারি ও সরকারি সংস্থার জন্য নির্দিষ্ট মজুতসীমা থাকা আবশ্যক। বিশেষজ্ঞদের পরামর্শ, এক দেশের ওপর নির্ভর না করে ভারতীয় পেঁয়াজ রপ্তানির বাজারকে মধ্যপ্রাচ্য, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ অন্যান্য অঞ্চলে দ্রুত বহুমুখী করতে হবে।

এই ধারাবাহিক সংকটের ফলে অনেক কৃষক আগামী মৌসুমে পেঁয়াজ চাষের আগ্রহ হারিয়ে ফেলছেন। তাদের আশঙ্কা, দাম না বাড়লে তাঁরা পেঁয়াজের চাষ কমিয়ে দেবেন, যা ভবিষ্যতে দেশের অভ্যন্তরেও নতুন করে সরবরাহ সংকট তৈরি করতে পারে। রপ্তানি নিষেধাজ্ঞার পুনরাবৃত্তির কারণেই ভারত আন্তর্জাতিক বাজারে তার ঐতিহ্যবাহী ক্রেতাদের হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Walang nakitang komento


News Card Generator