পেকুয়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় ভাই-বোনকে কুপিয়ে হত্যা চেষ্টা
নিজস্ব প্রতিবেদক-
পেকুয়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় ভাই-বোনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হল উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠানমাতবরপাড়া এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী শাহেনা আক্তার (৪০), ভাই জমির উদ্দিন (৩৮) গুরুতর আহত হয়। এ ছাড়াও আক্তার আহমদের পুত্র রিয়াজ উদ্দিন (২৬), আবদুল জব্বারের পুত্র হোসেন আলী (২৬) আহত হয়। ২৫ মার্চ (মঙলবার) রাত ৯ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠানমাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত জমির উদ্দিন বলেন, একই এলাকার গোলাম ছোবাহানের পুত্র আজিজুল হকের নিকট তিন লক্ষ পঞ্চাশ টাকা পাওনা আছি। উক্ত টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে আজিজুল হকের নেতৃত্বে মাহামুদুল হোছাইন, তার পুত্র ফয়সাল, জিয়াবুল করিমসহ আরো ৩-৪ জন ধারালো দা, লোহার রড দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় আমাদের উদ্ধার করে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, বিষয়টি আমার অবগত আছে। এখনো কোন পক্ষ লিখিত অভিযোগ দেয় নাই। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।