close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পাথরঘাটায় ১০২ কেজি হরিণের মাংসসহ আটক ১

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি, বরগুনা।।

বরগুনায় পাথরঘাটা কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক হরিণের মাংসসহ একজন শিকারীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক।
রবিবার (১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ৩ঘটিকায় বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কর্তৃক উপজেলার কাঠালতলী গ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে, অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১০২ কেজি হরিণের মাংস সহ একজন হরিণ শিকারী কে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটকৃত ব্যক্তি কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোহাম্মদ সিয়াম-উল-হক বলেন বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

No comments found


News Card Generator