close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পাঁচবিবিতে ঠাকুর অনূকুল চন্দ্রের ১৩৮তম আর্বিভাবে মহোৎসব ও ভক্ত সম্মেলন..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
****

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ 

জয়পুরহাটের পাঁচবিবিতে যুগপুরুষত্তোম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আর্বিভাব, পূণ্য তালনবমী তিথি উপলক্ষে মহোৎসব ও ভক্ত সম্মেলন আজ সোমবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। 
সুলতানপুর আশ্রমের  সকল সৎসঙ্গীর আয়োজনে সোমবার সন্ধ্যায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল,বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী গৌড় কুন্ডু,   
পাঁচবিবি বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ বাপ্পী, পাঁচবিবি ডিগ্রী কলেজ অধ্যাপক
অধ্যাপক সুদর্শন সরকার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পরেমেস্বর  মাহাতো,  সহ সম্পাদক সুনীল কুন্ডু, শ্রী সুজিত  কুমার , সুভাস চন্দ্র দাস প্রমুখ।
শেষে আশ্রমে ভক্তদের সুবিধার্থে ফ্যান উপহার দেন।

Geen reacties gevonden