পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৭..

Abu Raihan avatar   
Abu Raihan
****
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামে জমি নিয়ে বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ জুন এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ১১ জনের নামে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
 
আহতরা হলেন, নুর আলম, ফজলু রহমান, রিয়াদ হোসেন, রুবেল, সুফিয়ান, সালমা ও জহুরা। এদের মধ্যে নুর আলম, ফজলু রহমান, রিয়াদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
মামলার বিবরণ থেকে জানা গেছে, কছিরন বিবি তার স্বামীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন নন্দইল মৌজার দাগ নং-৭২৬,৭২৪, পরিমান ৯ শতক জমি যাহা আমার মাতা মোছাঃ মিনুয়ারা বেগম অনুমান ১৫ বছর পূর্বে কছিরন বিবি এর নিকট হইতে কবলা দলিল মূলে ক্রয় করিয়া বসত বাড়ী নির্মান করে ভোগদখলে থাকাবস্থায় উক্ত ১নং আসামী আনারুল ইসলাম উক্ত জমি ফৌতি দাবি করিয়া আসিতেছে। গত ১১ জুন মামলার বাদী রুবেল হোসেন মিন্টু নিজ সীমানায় প্রাচীর নির্মান করতে যান। সেসময় জয়পুরহাট সদরের সাতবাড়িয়া ধলাহার এলাকার আনারুল ইসলামের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে বাদির বাড়িতে অতর্কিত ভাবে হামলা করে ভাংচুর শুরু করে। এসময় তাদের বাধা দিলে আসামীরা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভিটটিমদের মারপিট করে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে ভিকটিমদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Inga kommentarer hittades


News Card Generator