close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পাঁচবিবিতে জামায়াতের হামলা ও হুমকির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ..

জবাব চাই avatar   
জবাব চাই
প্রতিবেদক: মোঃ আল আমিন, জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জামায়াত ইসলামী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার (২৯ মার্চ) বিকেলে কুসুম..

 

 

 

সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল, আওলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মণ্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রাব্বু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আইয়ুব আলী এবং বিএনপি নেতা শামীম হোসেন।

 

বক্তারা অভিযোগ করেন, জামায়াত ইসলামী আওয়ামী লীগের বি-টিম হিসেবে কাজ করছে এবং বিএনপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে রাজনৈতিক নাটক সাজিয়েছে। বক্তারা আরও বলেন, জামায়াত নেতারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে এবং তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

 

বক্তব্যে আব্দুল গফুর মণ্ডল বলেন, "জামায়াত নেতারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

 

প্রসঙ্গত, কয়েকদিন আগে পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামে জেলা জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। এর প্রতিবাদে ২৮ মার্চ জামায়াত ইসলামী কুসুম্বা ইউনিয়নে একটি প্রতিবাদ সমাবেশ করে, যেখানে বক্তারা জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মণ্ডল ও বিএনপি কর্মীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে কটূক্তি করেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি ২৯ মার্চ পাল্টা কর্মসূচি হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়ো

জন করে।

 

 

 

 

 

No se encontraron comentarios