পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদের নেতৃত্বে ১৪ ডিসেম্বর রোববার সকালে উপজেলার কালিশা বধ্যভূমি, বালিঘাটা ইউনিয়নের কোকতারা বকুলতলা, আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর বধ্যভূমি ও ধরঞ্জী ইউনিয়নের নন্দইল আদিবাসী ভাস্কর্য শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদের সভাপতিত্বে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















