close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
****

পাঁচবিবি  (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের আওতাধীন  কড়িয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় জিরা, ডাব ও,  ভিভেল সাবান,  চাউল,  চকলেট দারচিনি সহ বিপুল পরিমাণ ভারতীয় পন্য সামগ্রী আটক করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ এলাকা থেকে পণ্যগুলো আটক করা হয়। 
বিজিবি সুত্র জানায়, কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময়  চোরাচালানীরা ভারতীয় পণ্যগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনার সময় কোতোয়ালীবাগ নামকস্থানে বিজিবির ধাওয়া খেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে পণ্যগুলো উদ্ধার পূর্বক হিলি শুল্ক অফিসে জমা দেন। যার সিজার মূল্য-৫০,৬০০/-টাকা।

পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

No comments found


News Card Generator