পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামে মিফতাহুল ফালাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের দিন বিকেলে এক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, খেলাধুলার সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান এবং গ্রাম্য পাঠাগার প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
গ্রামের একঝাঁক তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব মানবসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিফতাহুল ফালাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেধাবী শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত বছর এই ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখুর গ্রামে একই ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। ধারাবাহিকতা বজায় রেখে এ বছর বড়পুকুরিয়া বালিকা দাখিল মাদরাসায় আয়োজন করা হয়। আগামী ঈদে রহমতপুর গ্রামে এ ধরনের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
মানবতার কল্যাণে মিফতাহুল ফালাহ ফাউন্ডেশন
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মানবসেবার এই উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।



















