close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলের চোখ! সাবেক উপমন্ত্রী দিলেন হুমকি, উত্তাল পুরো বিশ্ব..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরানের পর এবার পাকিস্তানের পরমাণু শক্তিকে হুমকি দিলেন ইসরায়েলের প্রভাবশালী নেতা মেইর মাসরি। সামাজিক মাধ্যমে তার বিস্ফোরক মন্তব্যে জ্বলছে মিডল ইস্ট। পাকিস্তান জানিয়ে দিল—‘ইসরায়েলের সাহস নেই আমাদের দিকে..

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যেন ছড়িয়ে পড়ছে আরও বিস্তৃত পরিসরে। ইরান ইস্যুতে দীর্ঘদিন ধরেই মুখোমুখি অবস্থানে থাকা ইসরায়েল এবার প্রকাশ্যে হুমকি ছুঁড়ে দিলো পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে
সরাসরি যুদ্ধের হুমকি না দিলেও, সাবেক ইসরায়েলি উপ–প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির শীর্ষ নেতা মেইর মাসরি সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন।

তিনি বলেন,-ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি।

এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে আরবি ও উর্দু ভাষাভাষী নেটিজেনদের মধ্যে। সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। একে একে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে অনেকেই মেইর মাসরির বিরুদ্ধে অবস্থান নেন।

ইসরায়েলের লেবার পার্টির শীর্ষ এই নেতার পোস্টে আরও লেখা ছিল,-পাকিস্তান ইরান থেকে দূরে নয়। এতটুকু বুঝলেই যথেষ্ট।

তার এই বক্তব্যে পরোক্ষ হুমকি স্পষ্ট, যা বিশেষজ্ঞদের মতে ‘কৌশলগত উস্কানি’ হিসেবেই গণ্য করা হচ্ছে।

ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তীব্র ভাষায় জবাব দিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেন—ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট—পাকিস্তানের দিকে তাকানোর সাহস কেরো না।

পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আমরা প্রস্তুত, আমরা সক্ষম।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে উত্তেজনার সময় যেভাবে জাতি ঐক্যবদ্ধ ছিল, সেই একইভাবে সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান এখনো প্রস্তুত

এই হুমকির মধ্যেই একদল নেটিজেন দাবি করতে থাকে—ইরানে হামলা হলে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক জবাব দিতে পারে
এই গুজব সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়লেও, সরকারিভাবে পাকিস্তান সরকার তা নাকচ করে দিয়েছে
তারা জানায়—এমন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি এবং পাকিস্তান বিচক্ষণতা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করবে

বিশ্লেষকদের মতে, মাসরির এই বক্তব্য ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক অবস্থান না হলেও, তিনি যেহেতু কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি, তাই তার মন্তব্যকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না।
ইসরায়েলের লেবার পার্টিতে তার দীর্ঘদিনের সক্রিয়তা এবং প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা—এই দুইই তাকে কৌশলগত চিন্তাবিদ হিসেবে পরিচিত করেছে।

তবে এটাও মনে রাখতে হবে, মেইর মাসরি বর্তমানে সরকারি কোনো পদে নেই। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ময়দানে এমন মন্তব্যের প্রতিধ্বনি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যা আঞ্চলিক স্থিতিশীলতায় বড় ধাক্কা দিতে পারে।

এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে ইসরায়েল বনাম পাকিস্তানের পারমাণবিক উত্তেজনা
যদিও ইসরায়েলের সাবেক উপমন্ত্রী এই মন্তব্য করেছেন ব্যক্তিগতভাবে, কিন্তু তার কণ্ঠস্বর যেন আরও বড় কিছু ঘটনার পূর্বাভাস দিচ্ছে।
বিশ্বজুড়ে এখন নজর—পাকিস্তান কি সরাসরি জবাব দেবে, না কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে?

Nenhum comentário encontrado