close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ! ঐতিহাসিক টেস্ট জয়ের পর, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ছয় উইকেটে জয় লাভের পর, ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, "সরকার ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।" তিনি আরও জানান, বাংলাদেশ দলের দেশে ফেরার পর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ্য, প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে সফরকারীরা সিরিজ ২-০ ব্যবধানে জয়লাভ করেছে। বিদেশের মাটিতে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ছিল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিরুদ্ধে।
कोई टिप्पणी नहीं मिली



















