পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ এবং প্রভাবশালী দৈনিক ডন জানায়, বুধবার সকালে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দিচ্ছিল। তারা নিয়ন্ত্রণ রেখা (LoC) অতিক্রম না করলেও, পাকিস্তান বিমান বাহিনীর (PAF) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাফালগুলো ফিরে যেতে বাধ্য হয়।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়,
ভারতীয় যুদ্ধবিমানগুলো শনাক্ত করার সঙ্গে সঙ্গেই পিএএফ যুদ্ধ প্রস্তুতি নেয় এবং প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করে। পরিস্থিতি বুঝেই ভারতীয় বিমানগুলো আকাশ ছেড়ে ফিরে যায়।”
সামরিক সংঘাতের আশঙ্কা: ৩৬ ঘণ্টার মধ্যেই ভারত হামলা চালাতে পারে!
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান,
বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।”
এই আশঙ্কার প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস-কে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সতর্কবার্তা দিয়েছেন যে,
ভারত যদি আগ্রাসী আচরণ করে, পাকিস্তান সর্বশক্তি দিয়ে জবাব দেবে।”
পারমাণবিক হুঁশিয়ারি!
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ বলেছেন,ভারত যদি সরাসরি হামলার পথে যায়, তাহলে পাকিস্তান তার অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও খোলা রাখবে।”
এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় এক ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। কাশ্মির সীমান্তে এমনভাবে রাফালের পিছিয়ে আসা এবং পারমাণবিক হুমকি—সবই আগামী কয়েক ঘণ্টাকে অতি গুরুত্বপূর্ণ করে তুলছে।