close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পাবর্তীপুরে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
অটোভ্যানের ব্যাটারি চার্জের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন চালক, ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে চাকায় কাটা পড়ে একজন যাত্রী নিহত হয়েছে..
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের পাবর্তীপুরে অটোভ্যানের ব্যাটারি চার্জের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন চালক, ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে চাকায় কাটা পড়ে একজন যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার পৃথক ওই প্রাণহানির ঘটনা ঘটে।
পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর নামক লোকাল ট্রেনের ছাদে ভ্রমন করার সময় দুপুর সাড়ে ১২টার দিকে পাবর্তীপুর জংশনে প্রবেশের সময় পরিত্যক্ত পানির পাইপ লাইনে ধাক্কা লেগে একজন যাত্রী নিচে পড়ে ওই ট্রেনের চাকায় কাটা পড়ে নিহত হয়েছে। 
নিহত যাত্রীর নাম সাগর (১৮ সে গাইবান্ধার সুন্দরগঞ্জের মনিরামের বাসিন্দা হাসানুর রহমানের ছেলে।
ট্রেনের ছাদে চড়ে সে চিরিরবন্দরে আত্বীয়ের বাড়ীতে যাওয়া সময় দুর্ঘটনার শিকার হয়েছে।
এদিকে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর উজ্জল কুমার মিত্র জানিয়েছেন, লক্ষ্মী হোসেনপুরে নিজের বাড়ীতে অটোভ্যানের ব্যাটারি চার্জে দেওয়ার সময় ভোর সাড়ে ৫টার দিকে তাতে বিদ্যুৎস্পৃস্টে প্রাণ হারিয়েছে ভ্যান চালক মামুন মিয়া।
মামুন মিয়া (৩৮) লক্ষ্মী হোসেনপুরের ওয়াকিল উদ্দিনের ছেলে।
###
Walang nakitang komento