close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
পাবনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ কৃষি শ্রমিকের


পাবনার সাঁথিয়া উপজেলায় শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় ভোর ৫টার দিকে দাঁড়িয়ে থাকা একটি করিমনে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন:
রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭)।
ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০)।
একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
কীভাবে ঘটল দুর্ঘটনা
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ জানান, কৃষি শ্রমিকরা ভোরে পেঁয়াজ লাগানোর জন্য করিমনে চড়ে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা করিমনটিকে ধাক্কা দেয়। ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আহতদের অবস্থা
পাঁচজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে বলে জানিয়েছেন ওসি।
ট্রাফিক নিরাপত্তায় উদ্বেগ
এই দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে এসেছে। মালবাহী যানবাহনের বেপরোয়া চালনা এবং অযত্নে রাখা ছোট যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সতর্কবার্তা
স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কগুলোর আরও মনিটরিং এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ জরুরি।
সতর্ক থাকুন, সড়কে নিরাপদ থাকুন।
Nema komentara