close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পাবনায় একরাতে ২১টি কঙ্কাল চুরি: জনমনে চরম উদ্বেগ

Mirza Mizanur Rahman Mizan avatar   
Mirza Mizanur Rahman Mizan
পাবনায় একরাতে ২১টি কঙ্কাল চুরি: জনমনে চরম উদ্বেগ

পাবনায় একরাতে ২১টি কঙ্কাল চুরি: জনমনে চরম উদ্বেগ

পাবনা, ৪ জুলাই ২০২৫ — পাবনায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা থামছেই না। সর্বশেষ ৩ জুলাই দিনগত রাতে আমিনপুর থানার বিরাহিমপুর কবরস্থান থেকে একরাতে চুরি হয়েছে অন্তত ২১টি কঙ্কাল। সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে বিষয়টি টের পান। কবরগুলো খোঁড়া অবস্থায় দেখা যায় এবং বেশ কয়েকটি কবর থেকে কাফনের কাপড়সহ কঙ্কাল উধাও।

এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, গত এক বছরেই পাবনার বিভিন্ন উপজেলা যেমন সাঁথিয়া, সুজানগর ও আমিনপুর থানায় অন্তত ৪০টির বেশি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। অথচ একটিরও রহস্য এখনও উদঘাটিত হয়নি।

বিরাহিমপুর এলাকার বাসিন্দা শামীম হোসেন বলেন, “মরার পরও যদি শান্তি না পাই, তাহলে মানুষ কোথায় যাবে? বিষয়টা খুবই ভয়ঙ্কর।” অন্য এক বাসিন্দা বলেন, “রাতে পুলিশ টহল বাড়ানো দরকার। কেউই নিরাপদ নয় এখন।”

ঘটনাস্থলে গিয়ে পুলিশ কবর খোঁড়ার আলামত সংগ্রহ করেছে। আমিনপুর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, “তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডল বলেন, “যেহেতু বিষয়টি ধর্তব্য অপরাধ নয়, তাই ভুক্তভোগীদের লিখিত অভিযোগ প্রয়োজন হয়। তবে কেউ অভিযোগ না করলে আমরা জিডি করে আইনি পদক্ষেপ নিচ্ছি।”

জনসাধারণ ও আইনজীবীরা এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাবনা জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ার হোসেন বলেন, “প্রশাসনের আরও সক্রিয় হওয়া দরকার। যারা এই ঘৃণ্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।”

দিনের পর দিন কঙ্কাল চুরি বন্ধ না হওয়ায় মানুষ এখন উদ্বিগ্ন। জীবিত অবস্থায় যেমন নিরাপত্তার অভাব, তেমনি মৃত্যুর পরও রেহাই নেই—এমন বাস্তবতা মেনে নিতে পারছে না কেউই। জনগণের দাবি, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

Tidak ada komentar yang ditemukan