সত্যজিৎ দাস:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রজ্ঞাময় সমাজসেবক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
মরহুম আব্দুল হান্নান কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কর্মজীবনে একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক হিসেবে তিনি অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও শিক্ষার আলো ছড়িয়ে গেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে।
বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর পৈতৃক নিবাস কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় শিক্ষক, রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
প্রয়াত এই শিক্ষকের সন্তান,দৈনিক দেশ রূপান্তরের সাবেক সম্পাদক ও প্রস্তাবিত বাংলা-ইংরেজি দৈনিকের সম্পাদক মোস্তফা মামুন জানান,“আমার বাবার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন আদর্শবান মানুষ ছিলেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাই।”
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একজন মুক্তিযোদ্ধা ও শিক্ষকের এমন নিঃস্বার্থ অবদান স্মরণ করে এলাকাবাসী বলেন,“এই সমাজে এমন মানুষ দিন দিন হারিয়ে যাচ্ছে। তাঁর মতো মানুষের জীবনদর্শন আমাদের আলোকবর্তিকা হয়ে থাকবে।”