অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় টুর্নামেন্টে এশিয়ার আরও দুটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে—নেপাল জাতীয় দল এবং পাকিস্তান শাহীন্স (এ দল)। তবে এখনো চতুর্থ দলের নাম ঘোষণা করা হয়নি।
আগামী ১৪ আগস্ট ডারউইনের মাঠেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। পাকিস্তান শাহীন্স তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে।
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, “পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধু খেলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য আকর্ষণীয় করে তোলারও একটি উদ্যোগ। পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের মতো জনবহুল দেশের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”
বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী এই টুর্নামেন্ট নিয়ে বলেন, “ডারউইনে ফিরে আসতে পেরে আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা। বিশেষ করে ১৪ আগস্টের ম্যাচটিকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি, যেখানে আমাদের তরুণ প্রতিভাদের নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে।”