অষ্টগ্রামে শিশু ধর্ষণের চেষ্টা মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ..

Ali Sohel avatar   
Ali Sohel
ধর্ষণের চেষ্টার শিকার শিশুর পিতা উপজেলার মধ্য অষ্টগ্রামের প্রতিবন্ধী কৃষক (৪২) সোমবার (০৯জুন) বিকালে অভিযোগ করেন।..

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১২বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামী ও আসামীর পরিবারের সদস্যরা মামলার বাদীকে প্রাণনাশের হুমকির দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষণের চেষ্টার শিকার শিশুর পিতা উপজেলার মধ্য অষ্টগ্রামের প্রতিবন্ধী কৃষক (৪২) সোমবার (০৯জুন) বিকালে অভিযোগ করে বলেন, গত ২ জুন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার ১২ বছরের মেয়ে স্থানীয় মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে একই গ্রামের পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজ মেয়েটিকে ডেকে কৌশলে তার চেম্বারে নিয়ে দরজা বন্ধ করে মেয়েটির হাত বেঁধে ও মুখে স্কস্টেপ লাগিয়ে ধর্ষণের চেষ্টা করে। এঘটনায় ওই দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজকে আসামী করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২। আসামী প্রভাবশালী হওয়ায় মামলা দায়েরের পর থেকে আসামী ও আসামীর স্বজনরা মামলা তুলে আনার জন্য বাদীকে চাপ প্রয়োগসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এছাড়া আসামী প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাকে গ্রেফতার করেছেনা পুলিশ এমন অভিযোগ করেন বাদী। এছাড়াও বাদী কান্নাকাটি করে বলেন তার মেয়ে বর্তমানে অসুস্থ। চিকিৎসা চলছে।
এব্যাপারে অভিযুক্ত পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজ পলাতক থাকায় তাকে না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

সোমবার (০৯ জুন) বিকালে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাদীর অভিযোগের ঘটনার সত্যতা পেয়েছি, মামলা নিয়েছি। আসামী প্রকাশ্যে ঘুরাফেরা করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেননা এমনকি হুমকি ধামকির বিষয়েও তার নিকট কেউ কোন অভিযোগ করেননি। যদি বাদীকে কেউ কোনপ্রকার হুমকি ধামকী দিয়ে থাকে তাহলে থানায় জিডি করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Nenhum comentário encontrado