close

লাইক দিন পয়েন্ট জিতুন!

অপহরণের ২৪ ঘণ্টার মাথায় কিশোরী উদ্ধার, অপহরণকারী বাহাদুর গ্রেপ্তার..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
অপহরণের ২৪ ঘণ্টার মাথায় কিশোরী উদ্ধার, অপহরণকারী বাহাদুর গ্রেপ্তার

রিপোর্ট মেহেদী হাসান: মাত্র একদিনের ব্যবধানে অপহৃত ১৩ বছর বয়সী কিশোরী তানজিনা আক্তার নিপা কে নাটকীয় অভিযানে উদ্ধার করেছে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী। একই সঙ্গে অপহরণের মূল হোতা বাহাদুর ইসলাম (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৩ জুন ২০২৫, সকাল ৭টার দিকে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও গ্রামের একটি বাড়ির সামনে থেকে নিপাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বাহাদুর ও তার সহযোগী। ঘটনার পর মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবার ও স্থানীয়দের চোখে তখন শুধুই উৎকণ্ঠা।

দ্রুত গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন রাত ২টা ৩০ মিনিটে, র‍্যাব-১১ এর একটি চৌকস অভিযানিক দল মনোহরদীর হাতিরদিয়া বাজার এলাকার হাজী নুরুল ইসলামের বাড়িতে হানা দেয়। অভিযানে অপহৃত কিশোরী নিপাকে নিরাপদে উদ্ধার করা হয়। একইসঙ্গে গ্রেপ্তার হয় অপহরণের মূল হোতা মোঃ বাহাদুর ইসলাম, পিতা-মৃত লাল মিয়া, কটিয়াদী থানার লক্ষিগঞ্জ গ্রামের বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী পরিচালক ও ক্যাম্প কমান্ডার জুয়েল রানা, পিপিএম-সেবা।

গ্রেপ্তারের পর অপহরণকারী ও ভিকটিমকে আইনানুগ ব্যবস্থার জন্য বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব-১১ জানায়, তাদের চলমান কার্যক্রমে শুধু এই অপারেশনই নয়— ২০২৪ সালের আগস্ট থেকে আজ অবধি তারা ১১৪ জন আলোচিত অপরাধী, ১৩৬ জন হত্যাকাণ্ডের আসামী, ৫৭ জন ধর্ষক, ৪৯ জন অপহরণকারী ও ৩১২ জন মাদক কারবারি গ্রেপ্তার করেছে। এছাড়াও উদ্ধার করেছে ৯১টি আগ্নেয়াস্ত্র, ১২৯৩ রাউন্ড গুলি ও ৫৭ জন অপহৃত ব্যক্তি।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়: “অপরাধী যতই প্রভাবশালী হোক, আইনের হাত থেকে রক্ষা পাবে না। অপরাধ দমনে র‍্যাব সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।”

ঘটনার পরপরই কিশোরী নিপার পরিবার, এলাকাবাসী এবং সাধারণ মানুষ র‍্যাব-১১-এর তাৎক্ষণিক পদক্ষেপে অভিভূত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একজন অভিভাবক বলেন—  “এই ধরনের সাহসী অভিযান না থাকলে আমাদের সন্তানরা নিরাপদ থাকত না। নিপা ফিরে এসেছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

לא נמצאו הערות