রবিবার (২২জুন) দুপুর একটায় কলেজ গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু। এছাড়াও বক্তব্য দেন উপজেলা পশ্চিমের সভাপতি কামরান আহমদ, উপজেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহমান এবাদ, শহর শাখার সেক্রেটারি নোমান আহমদ, ছাত্রজমিয়ত কলেজ শাখার সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, ছাত্রশিবির বড়লেখা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক অনিকুর রহমান, বড়লেখা শহর শাখার বায়তুলমাল সম্পাদক এমদাদুল হক এমাদ, স্কুল বিষয়ক সম্পাদক মো. কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ বিষয়ক সম্পাদক শামসুল আলম হাসান এবং কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান জুবায়ের।
বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার অন্যান্য সরকারি কলেজগুলোতে অনার্স কোর্স চালু থাকলেও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে এখনো তা চালু করা হয়নি। বিগত সরকারগুলোর সময়ে সুযোগ থাকা সত্ত্বেও এ দাবি বাস্তবায়ন হয়নি, যা বড়লেখাবাসীর জন্য অত্যন্ত হতাশাজনক।
তারা আরও বলেন, অনতিবিলম্বে কলেজে অনার্স কোর্স চালুর মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবিপত্র পাঠাতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে কলেজ মসজিদের সংস্কার ও নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার দাবিও উত্থাপন করা হয়। কর্মসূচি শেষে কলেজ অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।