close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের স্মরণ করেন। ঠিক রাত ১২টায় অধ্যাপক ইউনূস শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। তখন চারদিকে বেজে ওঠে দেশাত্মবোধক গান— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি’। সেই আবেগঘন পরিবেশে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান এবং শহিদদের প্রতি সম্মিলিত শ্রদ্ধা জ্ঞাপন করেন। অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি শুধু ভাষা আন্দোলনের স্মৃতি বহন করে না, বরং বাঙালির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের ইতিহাসকে ধারণ করে। ড. মুহাম্মদ ইউনূসের এই শ্রদ্ধা নিবেদন সেই চেতনাকে আরও সমুজ্জ্বল করে তুলল।
コメントがありません