close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অধ্যাপক নুর নবী-রাজন জুটিতে চাটখিল ফোরামের নতুন দিগন্ত! ৩১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Professor Nur Nabi Manik and Advocate Abul Hossain Rajon were elected as the President and General Secretary, respectively, for the 2026-27 session of the 'Chatkhil Forum-Dhaka'.

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো 'চাটখিল ফোরাম - ঢাকা'-এর নতুন কার্যকরী কমিটি। চাটখিল উপজেলার নাগরিকদের বৃহত্তর এই প্ল্যাটফর্মটির ২০২৬-২৭ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নুর নবী মানিক এবং সাধারণ সম্পাদকের গুরুভার পেয়েছেন এডভোকেট আবুল হোসেন রাজন

শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন হলরুমে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্ব আসার পর ফোরামের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবুল হাসনাত মুহাম্মদ মোরতাজা। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাছির আহমেদ বাবলু, কবিরুল ইসলাম, মনির হোসেন ও শামসুল আলম। সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসেছেন রইসুল ইসলাম পবন, আর সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন, খুরশেদ আলম ও শাহাদাত হোসেন রিপন।

এছাড়া, কোষাগারের দায়িত্ব পেয়েছেন শামসুল কবির বাহার (কোষাধ্যক্ষ), এবং সাংগঠনিক কার্যক্রমে মাসুদুর রহমান (সাংগঠনিক সম্পাদক) নেতৃত্ব দেবেন। ফোরামের দাপ্তরিক কাজ পরিচালনা করবেন তাওহিদুর রহমান (দপ্তর সম্পাদক)। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে দিদারুল ইসলাম এবং সহ-সম্পাদক হিসেবে আব্দুল কাদের জিলানী নির্বাচিত হয়েছেন। সংগঠনকে ডিজিটালাইজ করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান। অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন যথাক্রমে মো. সাফওয়ান (শিক্ষা ও ছাত্র কল্যাণ), হারুনুর রশিদ (প্রচার সম্পাদক), মাছউদ মাহমুদ বেগ (সমাজকল্যাণ সম্পাদক), ফাতেমা বেগম স্বপ্না (মহিলা বিষয়ক সম্পাদিকা), এবং আবু বকর সিদ্দিক তানভীর (চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক)। এই নতুন কমিটি চাটখিল এবং ঢাকায় অবস্থানরত চাটখিলবাসীর মধ্যে মেলবন্ধন সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

No comments found


News Card Generator