রাজধানীর সাভার থানাধীন আমিনবাজার এলাকায় রাস্তার পাশে গত পাঁচদিন ধরে অচেতন অবস্থায় পড়ে আছেন এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ। স্থানীয় পথচারীরা জানিয়েছেন, বৃদ্ধটি কথা বলতে পারছেন না, এমনকি কোনও প্রতিক্রিয়াও দিচ্ছেন না। শারীরিক অবস্থাও অত্যন্ত দুর্বল, পায়ে রয়েছে গভীর ক্ষত, যার ফলে তিনি চলাফেরা করতে অক্ষম।
এলাকার মানুষজন জানান, প্রতিদিন যাতায়াতের পথে কেউ কেউ তাকে খাবার ও পানি দিচ্ছেন। তবে কে এই বৃদ্ধ, কীভাবে তিনি এখানে এলেন—তা এখনও স্পষ্ট নয়। অনেকের ধারণা, হয়তো কেউ তাকে এখানে ফেলে রেখে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এক ছাত্র জানান, তিনি বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু কোথাও বৃদ্ধটির জন্য উপযুক্ত আশ্রয়ের ব্যবস্থা করা যায়নি। ফলে, অসহায় অবস্থায় এই বৃদ্ধ এখনো আমিনবাজার আন্ডারপাসের পাশে খোলা আকাশের নিচে পড়ে আছেন।
এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ। মানবিকতার প্রশ্নে সোচ্চার স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে অবিলম্বে বৃদ্ধটির চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়।
বৃদ্ধের পরিচয় এখনো অজ্ঞাত। তাঁর কোনো আত্মীয়স্বজন বা পরিবারের খোঁজ মেলেনি। প্রশ্ন থেকেই যাচ্ছে—এই মানুষটির আপন বলে কেউ কি এই পৃথিবীতে রয়েছেন?