close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

অবৈধ ভারতীয়দের পুশব্যাক নয়, প্রোপার চ্যানেলে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধনে গুরুত্বপূর্ণ বার্তা..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

অবৈধ ভারতীয়দের পুশব্যাক নয়, প্রোপার চ্যানেলে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধনে গুরুত্বপূর্ণ বার্তা

এস এম তাজুল হাসান সাদ,(সাতক্ষীরা) থেকে 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের পুশব্যাক করা হবে না। বরং তাদের প্রোপার (সুশৃঙ্খল ও আনুষ্ঠানিক) চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো হবে।

শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের মান্দারবারিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "ভারতে যদি কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকে, তাহলে তাদেরও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ভারত সম্প্রতি পুশইনের যে চেষ্টা করেছে, তার প্রতিবাদ জানানো হয়েছে। তবে এটিকে কোনো উসকানিমূলক ঘটনা হিসেবে দেখা হচ্ছে না।"

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, "সীমান্ত দিয়ে যারা পুশইনের মাধ্যমে আসছেন, তাদের মধ্যে রোহিঙ্গা ও ইউএনএইচসিআর কার্ডধারীরাও রয়েছেন। এ বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।"

তিনি বলেন, "ভারতের মান্দারবারি সীমান্ত দিয়ে যে পুশইন হয়েছে, তা আমি নিজেই পরিদর্শন করেছি। আমরা ভারতকে জানিয়েছি  যদি কোনো বাংলাদেশি তাদের দেশে থাকে, তাহলে প্রোপার চ্যানেলে পাঠান। যেমন আমরাও ভারতীয়দের ফিরিয়ে দেই আনুষ্ঠানিকভাবে।"

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে সম্প্রতি ভারতের পুশইনের চেষ্টার বিষয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, "বিজিবি, আনসার এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধে ভারত পুশইন করতে পারেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।"

পুশইন ঠেকাতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এই বিষয়ে কূটনৈতিক সমাধানের জন্য ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে কথাবার্তা চলছে।"

Inga kommentarer hittades