close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নতুন সংবিধানসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নতুন সংবিধান প্রণয়ন ও দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির সমাবেশে এ ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ই..

এনসিপির ঘোষণায় পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্ত করে একটি নতুন, জনগণভিত্তিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার করা হয়। দলটি জুলাই মাসের গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানায় এবং সেই আন্দোলনে পরাজিত শক্তির বিচারের আশ্বাস দেয়।

সংবিধান সংস্কারের পাশাপাশি গঠনমূলক গণতন্ত্র, আইনের সংস্কার ও ন্যয়ভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় এনসিপি।  সেবামুখী প্রশাসন ও দুর্নীতিমুক্ত আইনশৃঙ্খলা বাহিনী গঠনের কথাও বলা হয়।

২৪ দফার মধ্যে আরও রয়েছে: গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম, সক্রিয় নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্যসেবা, গবেষণা ও তথ্যপ্রযুক্তির বিকাশ, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, ইনসাফভিত্তিক অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক-কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন ও পরিবহন, জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা, প্রবাসীদের অধিকার এবং বাংলাদেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা কৌশল।

Nenhum comentário encontrado