ফুলেল সংবর্ধনায় বরণ করলেন সহকর্মীরা
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন নতুন নিয়োগপ্রাপ্ত ২০ জন সিনিয়র স্টাফ নার্স। সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) যোগদান উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করা হয়।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ, ডা. হোসাইন মোহাম্মদ জুনাইদ আনচারী, ডা. মাহামুদুল ইসলাম ও ডা. নেছারুল করিম।
এছাড়া অনুষ্ঠানে যোগ দেন প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আবু নাছের, ক্যাশিয়ার এরশাদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রশিদ (বাদশা), স্বাস্থ্য পরিদর্শক শাহাবুদ্দিন, সিনিয়র স্টাফ নার্স রাশেদুল ইসলাম ও ইনচার্জ তানজিনা সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।