close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ফল উৎসব উদযাপন

Fahim Khan Readoy avatar   
Fahim Khan Readoy
****

 

দেশীয় ফলের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুলে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হলো বর্ণাঢ্য ফল উৎসব। দেশীয় ফলের গুরুত্ব ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক ও সুধীজনেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের দেশীয় ফল অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। এগুলোর চাষ ও সংরক্ষণ বাড়ানো এবং নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।” তিনি এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

ফল উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত স্টলগুলোতে ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, কলা, পেয়ারা, তেঁতুল, আতা, বিলুপ্তপ্রায় চালতা, কুল, ডেউয়া, আমড়াসহ নানা ধরনের দেশীয় ও মৌসুমি ফল। বিশেষ আকর্ষণ ছিল সেইসব ফল, যেগুলো এখন বিলুপ্তির পথে। শিক্ষার্থীদের হাতে তৈরি ফল-ভিত্তিক পরিবেশনা, সাজসজ্জা এবং ফলের গুণাগুণ তুলে ধরা তথ্যচিত্র সবাইকে মুগ্ধ করে।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, “শিশুদের মধ্যে দেশীয় ফল সম্পর্কে আগ্রহ তৈরি করতে হবে। কারণ এগুলো শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকর ও আমাদের ঐতিহ্যের অংশ।”

শিক্ষার্থীরাও এমন আয়োজনে ভীষণ খুশি। তারা জানায়, ফল উৎসব তাদের জন্য আনন্দের হলেও এর মাধ্যমে তারা দেশীয় ফলের উপকারিতা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে।

 এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

No comments found


News Card Generator