close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে রাতে রাস্তায় র'ক্তা'ক্ত লা'শ: ডিস ব্যবসায়ীর রহস্যজনক মৃ'ত্যু..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে রাতে রাস্তায় র'ক্তা'ক্ত লা'শ: ডিস ব্যবসায়ীর রহস্যজনক মৃ'ত্যু..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী শহরে এক ডিস ব্যবসায়ীকে রাতের আঁধারে গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে ঘটে এ মর্মান্তিক হত্যাকাণ্ড।

নিহতের নাম রিজভী মিয়া (৩৫)। তিনি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। রিজভী আমিরগঞ্জের হাসনাবাদ এলাকায় ডিস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রিজভী পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপর হামলা চালায়।

প্রথমে তাকে গুলি করে ফেলা হয়, এরপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রিজভীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এ ধরনের পেশাদার ও বর্বর হত্যাকাণ্ড এলাকায় দীর্ঘদিনের মধ্যে নজিরবিহীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

তিনি আরও বলেন, "হত্যার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই হামলা—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, আমরা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছি।"

Không có bình luận nào được tìm thấy