close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ..

রিপোর্ট মেহেদী হাসান: "মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫" উপলক্ষে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

জেলা প্রশাসকের বক্তব্যে উঠে আসে মাদকবিরোধী দৃঢ় বার্তা: “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে পুরো পরিবার ও সমাজকে। এই ভয়াবহতা থেকে মুক্ত থাকতে হলে চাই সচেতনতা, পারিবারিক সহায়তা এবং সামাজিক প্রতিরোধ।”

আরও উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, জেলা তথ্য অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবক এবিএম আজরাফ টিপু ও পরিদর্শক ফজলুল হক।
  এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এক সময়ের মাদকাসক্ত এক ব্যক্তি তার জীবনের করুণ বাস্তবতা বর্ণনা করেন। বলেন— “মাদক শুধু আমাকে নয়, আমার পরিবারকেও জর্জরিত করেছে। সমাজের সবার উচিত, মাদকে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানো।”

আলোচনা সভা শেষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানটিতে সচেতনতামূলক বার্তা ছিল: “মাদক নয়, জীবন হোক আলোকিত— প্রতিজ্ঞা হোক, গড়ব মাদকমুক্ত সমাজ।”

コメントがありません