close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে কুখ্যাত ডাকাতি মামলার পলাতক আসামি ‘আপেল মাহমুদ’ গ্রেপ্তার..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে কুখ্যাত ডাকাতি মামলার পলাতক আসামি ‘আপেল মাহমুদ’ গ্রেপ্তার

রিপোর্ট মেহেদী হাসানঃ নরসিংদীর কুন্দারপাড়া ডাকাতি মামলার পলাতক আসামি আপেল মাহমুদ (৩৬) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। শুক্রবার (২৩ মে) রাত ৮টা ৩০ মিনিটে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকা থেকে তাকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আপেল মাহমুদের বিরুদ্ধে রয়েছে চাঞ্চল্যকর অস্ত্র ও ডাকাতি মামলাসহ মোট ২৩টি মামলা। এছাড়াও নরসিংদী সদর থানায় তার নামে রয়েছে ৮টি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট)। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে পলাতক ছিল।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান,“আপেল মাহমুদ কুন্দারপাড়া ডাকাতি মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।”

আসামিকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

نظری یافت نشد


News Card Generator