close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে এক কোটি বিশ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার: পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে এক কোটি বিশ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার: পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী মডেল থানা পুলিশের গোপন তথ্যভিত্তিক অভিযানে উদ্ধার করা হয়েছে এক কোটি বিশ লাখ টাকার চোরাই কাপড়। এ ঘটনায় জড়িত পাঁচজনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মোট ১৮৯ রোল বিভিন্ন রঙ ও ধরনের ফেব্রিক কাপড়।

এ বিষয়ে মামলা দায়ের হয়েছে নরসিংদী মডেল থানায়, মামলার বাদী ঢাকার ব্যবসায়ী এ.কে.এম শাহাদাৎ হোসেন।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ১৯২ রোল কাপড় কভার্ডভ্যানে করে মিরপুরের ‘Dekko Readywear Ltd’ কারখানায় পাঠানোর সময় পথিমধ্যে কভার্ডভ্যান চালক আশরাফ উদ্দিন তার সহযোগীদের সহায়তায় কাপড় আত্মসাৎ করে। পরবর্তীতে গাড়িটি নরসিংদীর সাহেপ্রতাব ট্রাকস্ট্যান্ডের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার হওয়া কাপড়ের বিবরণ: সাদা-বাদামি রঙের কাপড় (১৩০ রোল), সাদা ব্লিচ (২৮ রোল), সাদা-কালো স্ট্রাইপ (৩ রোল), সাদা কাপড় (৮ রোল), হালকা নীল-সাদা স্ট্রাইপ (২০ রোল)।

পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যেসব স্থান থেকে আসামিদের গ্রেফতার করে, তার মধ্যে রয়েছে—ঢাকা মহানগরের ভাটারা, নারায়ণগঞ্জের ফতুল্লা, ভুলতা, সিদ্ধিরগঞ্জ এবং নরসিংদীর পলাশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো: ১. আশরাফ উদ্দিন (৪৯), ২. মোঃ শাকিল হোসেন (৪২), ৩. মোঃ সাদ্দাম হোসেন (৩০), ৪. মোঃ মোশারফ হোসেন খান (৫৫), ৫. মোঃ মোশারেফ চৌধুরী (৫০)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করা হয়েছে। এ সফল অভিযানে নেতৃত্ব দিয়েছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক, তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল হোসেন, এএসআই জামাল উদ্দিন বেপারী এবং সঙ্গীয় পুলিশ সদস্য মোঃ সুজাউল ইসলাম।

নরসিংদী পুলিশের এই চৌকস অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

Không có bình luận nào được tìm thấy