close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩, দুইজন সহোদর ভাই..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩, দুইজন সহোদর ভাই

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে পুলিশের মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিন যুবককে, যাদের মধ্যে দুইজন সহোদর ভাই।

রোববার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার একটি একতলা ভবনের কক্ষে এ অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি মো. এমদাদুল হক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ২০ মিনিটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—সাব্বির হোসেন (২০), লোকমান হোসেন (২৪), পিতা বিল্লাল হোসেন; ও সোহাগ মিয়া (২৫), পিতা মজনু মিয়া—সবাই দক্ষিণ শীলমান্দির বাসিন্দা।

তল্লাশিতে সাব্বির হোসেনের কাছ থেকে একটি ম্যাগাজিনযুক্ত বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে লেখা রয়েছে “AUTO PISTOL CAL-7.65 MM” এবং “PIETRO BERETTA, MADE IN ITALY”। গুলির পেছনে খোদাই করা “KM 7.65”।

ওসি এমদাদুল হক বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। অভিযানে সহায়তা করেন এসআই অজিত চন্দ্র বর্মন ও এএসআই জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল।

কোন মন্তব্য পাওয়া যায়নি