close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নরসিংদীর শিবপুরে অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলল, হত্যাকাণ্ডে গ্রেফতার ১..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীর শিবপুরে অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলল, হত্যাকাণ্ডে গ্রেফতার ১

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর শিবপুর উপজেলার আঠারদিয়া এলাকায় পাওয়া এক অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহত যুবকের নাম পাভেল বলে নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ মে) শিবপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাইফুল ইসলাম ওরফে হিমেল (২৪)-কে গ্রেফতার করে। তিনি শিবপুর উপজেলার আঠারদিয়া গ্রামের বাসিন্দা কামাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতার হিমেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের বিস্তারিত চিত্র স্পষ্ট হয়।

এর আগে, নিন্মগায়ে একটি স্থানে পাভেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন তার পরিচয় অজানা ছিল। পরে তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতারের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে হত্যার মোটিভ নিশ্চিত হয়েছি। মামলার তদন্ত চলছে।”

コメントがありません