রিপোর্ট মেহেদী হাসান: ২৪ সালের ছাত্রজনতার গণআন্দোলনে আহত ও নিহতদের স্মরণে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার সান্তানপাড়া ফুলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নরসিংদী-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন।
ডাংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফুল হাই জোহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: পলাশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাসেম সিকদার, ডাংগা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের কার্যপরিষদ সদস্য মো. আল-আমিন।
বক্তারা বলেন, "জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। এই শহীদদের আদর্শ আমাদের চলার পথের দিশারি।"
তারা আরও বলেন, "দেশ আজ গভীর সংকটে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শহীদদের ত্যাগ ও ন্যায়ভিত্তিক আদর্শকে ধারণ করতে হবে আমাদের সকলকে।"
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।