close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নওগাঁর ধামইরহাটে থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ..

মো. রিফাতুল হাসান চৌধুরী avatar   
মো. রিফাতুল হাসান চৌধুরী
নওগাঁর ধামইরহাটে থানা হেফাজতে থাকা অবস্থায় ট্রাঙ্কের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে।..

   শুক্রবার (২০ জুন) দুপুরে বিষয়টি সোশ্যাল মিডিয়া ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। গত মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে চারটার পর থানা হাজতে এই ঘটনাটি ঘটেছে। 

 এবিষয়ে ধামইরহাট থানার তদন্ত কর্মকর্তা নাজমুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এবিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।

 একটি গোপন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, রাজশাহী বোর্ড থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্রাঙ্কের দুটি তালা ভেঙে ট্রাঙ্কের ভেতরে থাকা ইতিহাস দ্বিতীয় পত্রের একটি প্যাকেট ছেঁড়া অবস্থায় হাজতের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ট্রাঙ্কের বাহিরে সিলগালা অবস্থায় কোন তালা ও চাবি লাগানো ছিল না বলে জানা গেছে।

 নাম প্রকাশে অনিচ্ছুক ধামইরহাট থানার অপর এক কর্মকর্তা বলেন, ‘কোন প্রশ্নপত্র আউট বা চুরি হয়নি। রাজশাহী বোর্ড থেকে পাঠানো প্রশ্নপত্রের  ট্রাঙ্কের তালা এবং চাবি একসঙ্গে সিল গালা অবস্থায় পাঠানো হয়। সেই ট্রাঙ্কটি একটি হাজতে রাখা হয়েছিল।’

তিনি এও বলেন, ‘ট্রাংকের ভেতরে হয়তো টাকা আছে এই ভেবে হাজতে থাকা আসামিরা চাবি দিয়ে তালা খুলে ট্রাঙ্কের ভেতরে কাগজ দেখতে পায়। এরপর প্রশ্ন পত্রের একটি প্যাকেট ছিড়ে তা আশেপাশে ছড়িয়ে ছিটে ফেলে দেয়।’

 সত্যতা নিশ্চিত করে ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ‘কোন প্রশ্নপত্র চুরি হয়নি। তালা খুলে ট্রাঙ্কের ভেতর থেকে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্যাকেট খোলা অবস্থায় পড়ে ছিল। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান।’ 

এবিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি মোবাইল রিসিভ না করাই ও থানায় গিয়ে তাকে না পাওয়ায় এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।  

没有找到评论


News Card Generator