close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নওগাঁয় কৃষি প্রণোদনায় বীজ ও সার বিতরণে কৃষকদের উৎসাহ

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
নওগাঁর বদলগাছীতে খরিপ মৌসুমে বীজ ও রাসায়নিক সার বিতরণে কৃষকদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়েছে।..

নওগাঁর বদলগাছীতে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্প্রতিবার বিকেল ৪ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষক প্রশিক্ষণ সেন্টারে কৃষি অফিসার সাবাব ফারহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার।

বক্তব্য শেষে প্রধান অতিথি ১০ জন কৃষকের হাতে সার ও বীজ তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলার ৮ ইউনিয়নের ২ হাজার ৫শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়

No comments found