close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নিউজ আপডেট,  দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
দিনাজপুরের দুই মহা সড়কে পৃথক ৩টি দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে
স্টাফ রিপোর্টার, দিনাজপুর   > দিনাজপুরের ফুলবাড়ী এবং বিরামপুর এবং চিরিরবন্দরে  আজ মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। 
বিরামপুর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের টাটকপুরে আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা থেকে দিনাজপুর গামী আসাদ পরিবহনের একটি দুর পাল্লার বাসের সাথে ঢাকামুখি লিচুবাহী মিনি ট্রাকের সংঘর্ষে আহত ট্রাক হেলপার হামিদ মারা গেছে।
হামিদ বগুড়ার শাহজাদপুর মন্ডলপাড়ার বনানীর বাসিন্দ রাসেল মন্ডলের ছেলে। দুর্ঘটনায় আহত ট্রাক চালক মোমিন একই এলাকার বাসিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুগাড় নিয়ে গেছে স্বজনরা।
বিরামপুর থানার ইনচার্জ মমতাজুল হক জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং মিনি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
 
এদিকে এর আগে আজ মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ইউনিয়নের ইসলাম ফিলিং স্টেশনের সামনে আঞ্চলিক মহা সড়কে পিকআপের ধাক্কায় মোটর সাইকেল চালক বৃদ্ধ আব্দুল মান্নান নিহত হয়েছেন।
আব্দুল মান্নান (৮০) আদর্শ কলেজপাড়ার মৃত ওসমান গনীর ছেলে।
ফুলবাড়ী থানার ইনচার্জ এ.কে.এম. মহিবুল ইসলাম জানান, দুর্ঘটনার কারন পিকআপ জব্দ এবং চালককে আটক করেছেন তারা।
এছাড়াও সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর রংপুর মহা সড়কের চিরিরবন্দরের তেঁতুলিয়া এলাকার বানুসাহাপাড়ায় বাসের ধাক্কায় লতিফুর আমিন (৪৫) নামে একজন সাইকেল আরোহি  নিহত হয়েছেন।
לא נמצאו הערות